আমার পাখি উড়ছে,
সাথে নিয়ে ইচ্ছেডানা!
যেনো ভালোবাসার পাহাড় জমছে,
ভর করে ইচ্ছেডানায়।