ইচ্ছানুসারে চিত্র গেঁথে যায়,
ভাংগা মনের রেখাচিত্র রূপে।
যেনো অগ্রবর্তী বিমূর্ত রূপ
ভেদ করে আসে,নিত্যতার ওঠানামা।