হৃদয়ের ঘরে করি পূজা,
শুধু তোমাকে।
কতো ভালোবাসি তোমাকে,
কেউ বুঝলো,
কাউকে বোঝাতে চাইনা।
শুধু বুঝলো অন্তরাত্মা ও পরমাত্মা।