হৃদয়ের ছবি আঁকে হৃদয়,
যেনো জীবনের ভালোবাসা জীবন ধারাপাত করে নেয়।
ভালো থাকার পিপাসা অনুভূত কম্পনের কম্পনাঙ্ক রূপে জেগে থাকে
ভালোবাসা হয়ে।