হৃদাসনে জমে থাকা ফুল,
যেনো ছড়িয়ে ছিটিয়ে থাকা ধুলো,
ভালোবাসার ধূপগন্ধী।
গন্ধের মেদুরতায় ভরিয়ে রাখে।