একান্ত আমি,
আমার ভিতর আমি।
আমার বাহিরেও আমি।
খোলা জানালার মতো নিজেকে দেখবো আমি  
মুক্ত আমি।
একান্ত আমি।