একাকীত্বের স্বাদ লেগে যায়,
চিহ্ন বদলানোর কাহিনি অবলোকন রূপে।
যেনো পলক ফেলার দূরত্বে,
রূপকপর্ব নিজস্বীতে।