দূরীকরণ দূরীভূত হয়,
ভাবনার ভাবধারা রূপে।
যেনো বলতে থাকে,
ভালোবাসা জিতে যাবে-
ভালোবাসা রূপে।