দু:খগুলো জাগছে,
বুকের আঁধারে।
সুখ তবু মুখ দেখায়!
ভালোবাসার নয়নে।