দাবী রেখে যায়,
মনোগহ্বরের অন্তরে!
মন চাঞ্চল্যের শোভিত সৃষ্টির রণে,
ভালোবাসা রেখে যায় ছিন্নবীণা রূপে।