চিত্রের চিত্র গেঁথে আছে,
ভেসে আছে।
মনের মণিকোঠায়।
মনিকাঞ্চন রূপে।