চিন্তার উপকূল,
জমতে থাকে,
ভর‍তে থাকে,
ভালোবাসার রাগিণী রূপে।