চিন্তারসাথী,
চিন্তা হরণকারী।
যেন বিরহের পালংকে শুয়ে থাকা,
ভালোবাসার আতরদানি।