চিন্তার অনুকরণ,
ভরে থাকে মস্তিস্কের ক্ষেত্রে ক্ষেত্রে।
যেনো যন্ত্রণার বারিধারা বয়ে যায়,
হয়ে বহমান অশ্রুধারা।