ছিন্নমূল মানুষের চিন্তা,
রূপকথার গল্প করে।
যেনো জীবন ভারাক্রান্ত হয়ে ওঠে,
ভাবলেশহীন চিত্ত রূপে।