ছিন্নমূল মানুষের প্রতি,
দয়ার আর্জি,
যেনো ভালোবাসার পত্রবাহক ক্ষেত্র বানায়,
হৃদয়ের উপকূল সংলগ্ন এলাকায়।