আমি চলে যাবোই,
চলে যাওয়ার জন্যই ফিরে আসা।
যাওয়া আসার মাঝেই
বেঁচে থাকা।
মন দেওয়া-নেওয়ার উপরি পাওনা।
চলে যাওয়াতেই পরম সুখ ও শান্তি।