বৃত্তান্ত বৃত্তাকার হয়ে ঘুরে যায়,
যেনো নত হয়ে যাওয়া কাঞ্চনভাতি জীবনের ছায়াব্রীজ।
নিত্যতার সূত্র হয়ে গেছে,
নেই রাজ্যের আগাছা নাশক রূপে।