ঊমা যাচ্ছে চলে,
চোখ ভেসে যাচ্ছে জলে।
বিসর্জনের ঢাক বাজছে হৃদয়বীণায়,
বিষাদগীতি রূপে।