বিরহ জেগে থাকে,
বিরহের বিরহী রূপে।
চিত্তের ব্যাকুলতা হয়ে।
যন্ত্রণার আকুল দীর্ঘশ্বাসের নৈদাঘ কম্পমান স্বপ্নশরীর হয়ে।
আকাশে বাতাসে ঝংকৃত সুরনদী রূপে।