বিচার চাই, বিচার চাই।
দোষীর শাস্তি চাই।
তিলোত্তমার রক্ত,
বিচার চাইছে,
বিচার দিতেই হবে।
দোষীদের শাস্তি দিতেই হবে।