অনাদি অনন্তের বুকে,
একটা অনুভূতির নাম।
যেনো ভিক্ষা বলে
আমার হৃদয়ে সমাহিত হয়ে যাও
আছে সুখ , শান্তি।
গেছে সকল ভয়।
গেছে সকল ভয়।
ভিক্ষা এখনো আসে,
হয়ে নব বরাভয়।