ভাষণের ভাষা লিখিত হয়,
যেনো প্রেক্ষিত গুণে ইতিহাস!
রক্তাক্ত মনের জখম কেন্দ্রীভূতহয়ে ধরা দেয়,
নি:শ্বাস চাপা রক্তোচ্ছাস!!