ভারতমাতা তোমাকে স্বাধীন করতে,
গেছে কতো প্রাণ।
রক্ত ঝরেছে অফুরান।
তবু তোমাকে করেছে স্বাধীন।
তোমার চোখের জল মুছে তোমার মুখে হাসি এনেছে।