ভালোবাসার ঝড় উঠেছে,
জীবনের স্পর্শর বিদ্যুৎ রূপে।
যেনো জীবন ঝংকার বেঁচে যাবে,
আলোর কিরণ হয়ে।