স্বপ্নের ভেলা এগিয়ে চলে,
যেনো জীবনের ছায়াছবি।
হৃদগহ্বরে জমে থাকে,
ভালোবাসার দিনরাত্রি।