জীবনের জীয়ন কাঠি,
ভরিয়ে রাখে।
বাঁচিয়ে রাখে,
ভালোবাসার আল্পনা রূপে।