বলাকা,ও বলাকা;
উড়ে তুমি যাও,
তোমার ওড়ার দেশে,
ওড়ার বাসনা নিয়ে।