বছরের শেষ দিনে,
সব মলীনতা দূর হয়ে,
উজ্জ্বল হয়ে জ্বলুক
ভালোবাসার আলো।