আয়নাটা পড়ে ছিলো,
দেখতে দেখতে আগ্রহের আতিশয্য!
যেনো ফিরতি পথে বাড়ি ফেরা-
ভালোবাসার আলো ছায়া।