পৃথিবীর অসুখ হয়েছে আজ,
হিংসা, বিদ্বেষের ক্ষত জমতে জমতে,
পুঁজ ও রক্তের ফেনা বেড়োয় শুধু।
অশক্ত জড় শরীর টাকে টেনে নিচ্ছে শুধু।
ভালোবাসার মলম দিয়ে তাকে সুস্থ করতে ব্যস্ত আমি।
সুস্থ করবোই আমি পৃথিবী কে এই পণে বদ্ধ।