অনুভবের অনুভূতি,
প্রকাশিত মনের সম্বল রূপে,
বেঁচে থাকে।
যেনো ঈশ্বরের আশীর্বাদ রূপে।