অন্ত:সলিলা মনের বয়ো:প্রাপ্তি!
যেনো মনের শুষ্ক প্রান্তে,
ধূসর গোধূলি খেলা করে!
ধূলিকণা সংকেত দু:খ জমিয়ে।