আন্দোলিত মন,
হেসে কেঁদে ভালোবেসে গান গায়,
যেনো জীবনের ছায়াছবি পরিবেশিত হয়;
জীবনের ছন্দে।