আন্দোলন মনছায়া গড়ে তোলে,
হৃদয়ের অনুপাথারে।
যেনো ভালোবাসা বাসা বাঁধে,
ভালোবাসা রূপে।