অনন্তের সিঁড়ি উঠেছে,
যেনো মনের অনুসৃত আবেগ,
থেকে যায়,ভেসে যায়।
এক লক্ষহীন দীশার উদ্দ্যেশ্যে।