আলসেমি উড়ালপথ ছুঁয়ে যায়,
যেনো মধ্যাহ্ন ভাস্করবৎ বিদ্যমান।
জগৎ শূন্য দশমিক শতাংশে পৌঁছাতে
যেনো হাউই উড়ে যায়,
ইচ্ছেমতো ভালোবাসার আশমানী চাঁদ রূপে।