আল্পনার ছবি এক্কাদোক্কা খেলে,
যেনো নিয়ম নীতির তোয়াক্কা না করে ইস্টিশনে যায়,
ভালোবাসার স্টেশনের টিকিট কাটে,
ভালোবাসার ঘরে থেকে যায়-
ভালোবাসার সংসারে বন্দী রূপে।