আলোর আলপনা রচিত হয়,
আলোর আল ধরে।
যেনো জীবন যন্ত্রণা উজ্জ্বলিত হয়ে ওঠে,
জীবনের ভালোবাসা রূপে।