অচেনা পথ চলছে,
চলনে-বলনে,
ভালোবাসা দিচ্ছে,
ভালো থাকা রূপে।