আবির রং ছড়ায়,
আকাশে বাতাসে,
ঢালে প্রেমের সুগন্ধি।
আঁধার পেড়িয়ে আসে আলোর দিন।
আলো মানে পবিত্রতা,
আলো মানে ভালোবাসা।