অবিদিত মনের আনন্দে,
বিমোহিত দর্শক হয়ে থাকি।
যেনো ভালোবাসা জিতে যায়,
ভালোবাসার কাছে।