আশির যারা আমরা কিশোর
প্রথম প্রেমের স্মৃতি;
''নীল মনিহার তোমায় দিলাম''
এই লিখে শুরু চিঠি।
কৈশোরের ঐ কচি বুকে আহা
কত ছিলো অভিমান;
''আমায় ডেকোনা,ফেরানো যাবেনা''
এই-ই বিরহের গান।
''আবার এলো যে সন্ধ্যা'' গেয়েছি
কলেজের করিডোরে;
কনসার্ট কিবা পিকনিক কভু
হয়নি বিনে এ সুরে।
ক্যাম্পাস কিবা প্রথম প্রেমের
প্রথম আবেগে মিশে;
লাকির সুরে,লাকির গানে
পেরিয়েছি মোরা বিশ-এ।
ভেসে উঠে আজো লাকির সুরে
মধূ স্মৃতি অমলিন;
মোদের সুখের তারুণ্য আহা
বুকে বাজে রিনরিন।
''আবার এলো যে সন্ধ্যা''
শুধু তুমি নেই লাকি;
ভুলেই ছিনু,প্রয়ানে দিলে
ফের স্মৃতিটারে ঝাঁকি।
''আমায় ডেকোনা ফেরানো যাবেনা''
খুব গেয়েছিলে সেয়ানে;
হাজার ডেকেও ফিরবেনা কভু
আজ বুঝি মহা প্রয়ানে।