ছিনু সুখে একলা
না জানি কি দেখলা
ছলে হৃদে ঠেকলা।
হৃদয়ের বন্দরে
রাজ করো অন্দরে
প্রেমে ছিনু অন্ধরে।
আচানক এলো কল
চোখ জলে ছলোছল
করবি কি বিয়ে বল?
তখন ছিলেম বেকার
দোষ দিলে মোর একার
খুব দিলে চোট ছেঁকার।
আজ তুমি যে অন্য কারো
ভালোবাসা চাইছো তারো
নারী তুমি পারোও পারো!
হাঁটছি পথে একা
যেথায় হত দেখা
এ যে একার ঠ্কাে!
ঠিক পাশে বাড়ি তোমা
রোজ দেখি সুখী খোমা
খোকা খুকু ডাকে মামা
এই মোর প্রেমনামা।