বাপে না হয় পালছে মোরে
খাওন-পরনও দিছে;
দায়িত্বইতো করছে পালন
কিইন্যা কি সে নিছে?
করছি বিয়া,বউরে নিয়া
থাকুম সুখে একলা;
বাপ হালায়ও থাকবো লগে
কিমুন ছাগল দেখলা!!
ও বুইড়ারে মরার বাপ
আর কতকাল থাকবি?
দোহাই লাগে যাছনা এবার
কছনা কবে ভাগবি?
মান থাকেনা বউয়ের কাছে
জ্বালাইয়া খাছ খালি;
যা না বাবা,আইবো কুটুম
শাশুড়ি আর শালি।
সুজা কথায় ঘি উঠেনা
দে হালারে ধাক্কা;
কামডা কি আর ঘরে বুড়ার
রাস্তা-ঘাটে থাকগা।
আক্কেলডা দেখছ বুড়ার
ভিক্কা কইরা খায়!!
বাপ পরিচয় জানলে লোকে
ইজ্জত আমার যায়!!!
মরারও আর পাসনা সময়
যেই মিটিংএ ব্যস্ত;
অমনি ফোনে মরার খবর
কত্ত বুড়ার প্যাঁচতো!!!
মরার বুড়া মইরা হালায়
তাও দিলি না শান্তি;
জানলে লোকে ভাববোটা কি
হায়রে যদি জানতি?
না বাবা না লাশ নিমুনা
যা খুশি তাই করো;
লাশের বোঝা কান্ধে নিয়া
ফাসমু নাকি ধুরো।
মিচকা বুড়া মরলি শেষে
সেই কবরেই গেলি;
কোন আক্কেলে মানুষরে তুই
পরিচয়ডা দিলি!!
শেষ কথাঃ
পাইল্যা পুলা,লিইখ্যা জমি
ঠাঁই মিলেনা ঘরে;
ঠাঁই দুরে থাক স্বীকৃতিও
পাইলিনা হায় মরে।
আঞ্জুমানে মফিদুল আজ
বাপের শেষ জায়গা!!
ভাবিসনারে ওরে খোকা
তেরা ভি দিন আয়গা।