কবির আজ মন ভালো নেই
বুকে জমাট ভারটা;
মন মেলেনা ভারটি নেবার
মন দেবে কি ধারটা?
কবির চোখে জল এসেছে
অশ্রু ধারার ঝর্ণা;
কিইবা এসে গেলো কার
কবির মন যে মন না।
কবির মনে আলসি জাগে
ভর করেছে ক্লান্তি;
সুখ কি আছে তার জিরোবার
না লিখে নেই শান্তি।
অভিমানেই মরলো কবি
কষ্ট কি তার গভীর;
বুকেই পোষে,কেউ বুঝেনা
কষ্ট কত কবির।
কষ্ট তুলির সে ক্যনভাসে
আঁকেন কবি ছবি;
কবির কষ্ট কবিই বুঝে
কবিরা এক সবি।