বিদ্যূৎ প্লান্ট হবে
এগুবে বাংলাদেশ;
''প্লান্ট'' আশপাশ জমি
বহু আগে বেচা শেষ।
প্লান্ট হবে,মিল হবে
বাড়বে জমির দাম;
আগেভাগে কিনে রাখা
বুদ্ধিমানের কাম।
সভাসদ উজিরেরা
আগেই দিয়েছে বুক;
চুক্তির বহু আগে
স্বপ্ন বিভোরে সুখ।
রাজাদের সুখ দেখে
তাহাদের ঘাম ছুটে?
আজকে প্রমান হলো
তারা বড় হিংসুটে।
কত আশা ছিলো মগো
বিদ্যূতে ভাসবো;
কোনদিনো ভাবিনি এ
গ্যাড়াকলে ফাঁসবো।
জামাতি/খালেদা থেকে
পেয়ে মোটা মালটি;
নরওয়ের হারামীরা
দিলো শেষে পাল্টি!!!
মুশকিল আরো আছে
প্ল্যান্ট হলে বন্ধ;
এমনিতে শাসকেরা
প্ল্যান্ট তরে অন্ধ।
রাণীমাতা এইবেলা
ধরে যদি নয়া গোঁ;
যে কোন মূল্যে মোরা
রামপাল গড়বো!!!
পদ্মাসেতু গড়িতে
শতকোটি বিলিয়ে;
উসুলে আরোপে কর
জনগনে কিলিয়ে।
পদ্মার ট্যাক্স শোধে
জানে নেই শক্তি;
নয়া ট্যাক্স ঘাড়ে এলে
পরপারে মুক্তি।
খেতে ট্যাক্স,যেতে ট্যাক্স
ফ্রী কেবল এ শ্বাস;
জানিনে এ কোথা আছি
নিজভূমে পরবাস।
কর দিয়ে জান শেষ
ভাবি ছুটে দম কি;
স্বপ্ন শুনিলে নয়া
পিলে উঠে চমকি!!!