(ক)
মালবাবু ফেঁদে বসে
অলীক এক ফর্দ;
আপামর হলো গাধা
অজ আজ মর্দ।
(খ)
রাশভারী বাজেটের
চারআনাই ঘাটতি;
বাকী আনা জনতার
পকেটের কাটতি।
(গ)
চারহাজার কোটি মালে
ইটস নট আ বিগ ডিল;
এক লাখ ট্যাঁকে পেলে
সে নাকি বিত্তশীল !!!
(ঘ)
মালের মাথায় মাল উঠেছে
ছয়টি তারই ছেঁড়া;
নষ্ট ঘটের ফর্দ ঝেড়ে
দম্ভে কহেন 'সেরা' !!!
(ঙ)
খেতে ট্যাক্স,যেতে ট্যাক্স
ফ্রী কেবল এ শ্বাস;
জানিনে এ কোথা আছি
নিজভূমে পরবাস।
(চ)
শুকরিয়া মালবাবু
শ্বাসে নেই খাজনা;
এত সুখ রাখি কোথা
বাজা সুখে বাজনা।
(ছ)
মাল বাবু,মাল বাবু
দিয়োনাকো আর ছাড়;
শ্বাসেতে বসিয়ে ট্যাক্স
ভরো রাজ কোষাগার।
(জ)
কেউ কঁকালেই,ব্যস
শুরু তার খিটমিট;
রাবিশ বা ননসেন্স
খিস্তির বুলশিট।
(ঝ)
না-শোকরি গোঁয়ারেরে
ধরে ভরো খোঁয়ারে;
দেশ নাকি ভেসে যায়
উন্নতির জোয়ারে!!
(ঞ)
চাষা-পোষা,চামারেরে
দিতে নেই সুবিধা;
ভালো কথা ক'লে সদা
করবেই দুবিধা।
(ট)
রাজকোষ লুটে নিলো
সেই কবে হ্যাকারে;
মালপাপ নিলো হায়
শেষকালে কে ঘাড়ে!?!
(ঠ)
শেয়ারের হরি লুট
মালে দোষ খুঁজিনা;
মাল বাবু হেসে ক'ন
অত বাপু বুঝিনা!!
এই মগো মালবাবু
আজিব এক সৃষ্টি;
কথা কয়ে ফুরোবেনা
আকামের লিস্টি।
যা দেখেছি,যা বুঝেছি
ভেবেছি যা মনে মনে;
ডরে ডরে কই সবে
ফিসফিস কানেকানে................
জেব কেটে রোজ নেবে
হরেক ছলে টাকা;
মাল'দা সেরা 'পকেটমার'
ভুল হবে কি ডাকা??