ইশশশিরে আরিট্টু
লাগেনাই ঘাঁই টা;
দিছিলাম প্রায় হ্যাগো
কল্লাডা কাইটা।
রোজা ছিল বলেইনা
শইল ছিলো ম্যাজম্যাজে;
নইলে জানিনে বাপু
ভারতের হত কি যে!!!
রোজা বলে বড় বাঁচা
বেঁচে গেছে ধোনিরা;
প্রকৃত জয়ী যে মোরা
কয় যত জ্ঞাণীরা।
গর্জনে উঠে কাঁপি
থরো থরো বিশ্ব;
নিজেদের সেরা দিনে
বাকী সবে নিঃস্ব।
পুরা ম্যাচে ভারতের
চেহারার কি যে ছিরি;
হারলেই কনফার্ম
করতো যে হারিকিরি।
দয়ার শরীল মগো
তাই দিনু ছাইড়া;
নেক্সট ম্যাচে নিমু ঠিকি
ইজ্জত কাইড়া।
নিজেগো ফ্যানগো কই
ধ্যূৎ ছাই হইছে কি?
টাইগারে ডরে সবে
আলামত পাইছ কি?
এইডাতো ট্রেইলার
বাকী আজো পিকচার;
হুঙ্কারে দে জানান
আছে যত ফিক্সচার।
নেক্সট যত কাপ আছে
বাকী সবি আমগো;
বিশ্ব চিনছে মগো
দেয় ডরে দামগো।
এটুকুন কম কি
কর সবে শুকরিয়া;
গোটা জাতি গর্বিত
টাইগার,তোমাগো নিয়া।
এইবারে পারলোনা
মাশরাফি বাহিনী;
তবু ইতিহাসে রবে
তোমাদেরি কাহিনী।
যা ঘটেছে,সে অতীত
প্লিজ ভেঙ্গে পড়োনা;
ছিনু আছি থাকবো
হাল কভু ছেড়োনা।
মূল কথাঃ
পরাজয় নয় এটি
স্রেফ এক ফ্লুক;
বীরোচিত পরাজয়ে
নেই মোটে দুখ।