''আইজ দিমু বাঁশ ডলা''
ফেলানীর লাশের দোহাই
আজ কিছু কর ম্যাশ;
এমন দাগা দে যেনো
আজীবনি রয় রেষ।
আশায় বাঁধে বুক যে জাতি
খেল দেখাবে ব্যাট আর বলে
বিশ্ব সেরা সাকিব মোদের
এ-ম্যাচেও উঠবে জ্বলে।
আর কত চিমসে র'বি
উঠনা জেগে সৌম্য;
তোর ব্যাটে রানের খরা!!!
হয়না বোধগম্য।
ছন্দে আছিস,রাখিস ধরে
আরেকটা কর সেঞ্চুরি;
আশায় আছি জিতব এ ম্যাচ
তামিম সোনার হাত ধরি।
কি হলোরে মুশফিক তোর
আছিস মেরে ঠান্ডা?!?
আজ এলো সে মাহেন্দ্র'খন
মার হালাগো ডান্ডা।
দেখতে যেমন,কামেও তেমন
বাহরে জোয়ান সাব্বির;
ধীরস্থির আজ খেলিসরে বাপ
কসম দিলেম রাব্বির।
খেল দেখে তোর বুকটা ভরে
বলছি রিয়াদ তোকে;
আজও খেলিস টর্নেডো এক
চার আর ছক্কা হেঁকে।
পেসটা বাপু ভালোই করিস
লেংন্থটা রাখিস ঠিক;
তাসকিনের ঐ বলেই যেনো
ভারত হারায় দিক।
বিশ্ব ক্রিকেট রইবে চেয়ে
করবে কি আজ নয়া চীজ;
সে আমাদের তাস তুরুপের
ছিপছিপে ঐ মুস্তাফিজ।
দুষ্ট রুবেল আর কতকাল
ক্রাশ খাবি ঐ হ্যাপীতে;
পারিসনে তুই ভারতরে আজ
সেই তরিকায় চাপিতে?
মোসাদ্দেক আর মিরাজ তোরা
দাঁতভাঙ্গা আজ দে জবাব;
মোড়লগো রে দে জানিয়ে
দলে লোকের নেই অভাব।
সেমিফাইনালে এসে
টিম মোটে দমেনি;
স্পিরিট বেড়েছে বৈ
এতটুকু কমেনি।
পুরো টিম তেতে আছে
বুঝাবে আজ সামনে;
মরনের আগে তোরা
যত পারিস দম নে !!!
কাশ্মীর সে কন্যাকূমারি..............
আসমূদ্র হিমাচল;
হিন্দুস্তানের রক্ষা নাই
আইজ দিমু বাঁশডল।